মওলানা খাজা শাহসুফী হজরত ইউনুস আলী এনাযেতপুরী (র) এর মাজার শরীফ অবস্থিত ।এই মাজার সংলগ্ন আন্তজাতিক মানের সম্পুর্ন শীতাতাপ নিয়ন্তিত একটি বৃহত্তম হাসপাতাল এবং একটি মেডিক্যাল কলেজ রয়েছে । হাসপাতালের পাশ্বে একটি বাধ রযেছে যা সিরাজগঞ্জ এর হাডপয়েন্ট এর সাথে তুলনীয় । যা অত্যন্ত আকর্ষনীয় ,মনোমুগ্ধকর ও দশর্নীয় স্থান।
যোগাযোগ: সিরাজগঞ্জ শহর থেকে ১৯ কি: মি: দুরত্বে এ সকল দর্শনীয় স্থান।সিরাজগঞ্জ শহর থেকে বাস বা সি,এন ,জি যোগে এনায়েতপুর হাসপাতাল বা মাজার শরীফ এ যাতায়াত করা যায় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস